ফুটবল

ভায়েকানোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা।  দলের হয়ে এক মাত্র গোলটি পেনাল্টি থেকে করেন রবার্ট লেভানডফস্কি।

শনিবার রাতে দুই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ নিজেদের ম্যাচে পয়েন্ট হারানোয় বার্সার সামনে সুযোগ এসেছিল শীর্ষে ওঠার। ভায়েকানোর বিপক্ষে ম্যাচে সেই সযোগ কাজে লাগাতে বেশ বেগ পেতে হয়েছে বার্সাকেও।

বার্সার আক্রমণের বিরুদ্ধে ভায়েকানো প্রতিরোধ গড়েছিল বেশ। তবে এর মধ্যেই ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি পায় বার্সা। স্পট কিকে ভুল করেননি লেভা।

এই জয়ে তিন সপ্তাহ আগেও রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সা উঠে এল শীর্ষে । ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্টও ৫১। কিন্তু গোল ব্যবধানে রিয়ালের (‍+২৯) চেয়ে অনেকটাই এগিয়ে আছে বার্সা (‍+৪০)।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন