বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস ইতালির
দীর্ঘদিন ধরে ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এই উদ্বেগ প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উদ্বেগ প্রকাশের পর ইতালির উপমন্ত্রী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন। এ বৈঠকে উভয় পক্ষই অভিবাসন ইস্যুতে আলোচনা করে এবং ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তারা অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং অভিবাসী শোষণ রোধে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া আইনি অভিবাসনের পথ সুগম করতে এবং এর পরিধি বাড়াতে উভয় দেশই অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে। তিনি উপমন্ত্রীকে জানান, বর্তমান সরকার বিশেষ করে, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে।
বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় বলে উপমন্ত্রীকে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।
ইতালির উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের পূর্ণ সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। এটি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতালির কোনো মন্ত্রী পর্যায়ের প্রথম সফর, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এসি//