খেলাধুলা

সৌম্য-শান্ত-মুশফিকের ডাক, ৮ ওভারেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারাল তারা। ডাকে ফিরতে হয়েছে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে। তাদেরকে পেছনে ফেলে গোল্ডেন ডাক হয়েছেন মুশফিকুর রহিমও। 

তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের সংগ্রহ যথাক্রমে, ২৫, ৫ এবং ১৪।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ২ ওভারে ২ উইকেট হারিয়ে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো ২ রান। ৬ ওভারে ২৬ রানে হানায় ৩য় উইকেট। ৮ম ওভারের ২য় ও ৩য় বলে পরপর হারায় ৪র্থ ও ৫ম উইকেট। ভারতের বলার মোহাম্মদ সামি ও অক্ষর প্যাটেল দু’জনেই পেয়েছেন ২ উইকেট এবং হারশিত রানা পেয়েছেন ১ উইকেট।

২৪ ওভারে ৫ উইকেট হারিয়ে শেষে বাংলাদেশের সংগ্রহ ৯০ রান।

বাংলাদেশ দল দুবাইয়ের পিচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছে। একদিন আগেই সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের উৎসাহের কেন্দ্রবিন্দু হয়ে থাকা টাইগার পেসার নাহিদ রানা একাদশে স্থান পাননি। পাশাপাশি, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও বাদ পড়েছেন ইঞ্জুরির কারণে। পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন