তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়, মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা
মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্বযুদ্ধ প্রতিরোধের ওপর জোর দেবেন বলে তিনি ।
বুধবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট অগ্রাধিকার শীর্ষ সম্মেলনে দেয়া ব্ক্তব্যে মধ্যপ্রাচ্যে ও ইউক্রেন ইস্যুতে এমন মন্তব্য করেছন ট্রাম্প । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এসব তথ্য জানিয়েছে।
সম্মেলনে ট্রাম্প বলেন, ‘বিশ্বজুড়ে, তিনি যুদ্ধের অবসান, বিরোধ নিষ্পত্তি এবং গ্রহে শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি শান্তি চান এবং মানুষ হত্যা দেখতে চান না।’