এখনো ফ্যাসিবাদদের জ্বালা থেকে মুক্ত হতে পারিনি: শফিকুর রহমান

বাংলাদেশ ফ্যাসিবাদদের তাড়ালেও আমরা এখনো ফ্যাসিবাদদের জ্বালা থেকে মুক্ত হতে পারিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কতৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়ে দিয়েছে। তবে আমরা এখনও ফ্যাসিবাদের যন্ত্রণা থেকে মুক্ত হতে পারিনি। ফ্যাসিবাদীরা যে সমস্ত অপকর্ম করতো, আমি যদি সেই একই অপকর্ম করি, তাহলে আমিও একজন ফ্যাসিবাদী হবো।
তিনি আরও বলেন, আমরা বারবার অনুরোধ জানিয়েছি, দয়া করে শহীদের রক্তের প্রতি সম্মান জানান। দয়া করে আহত এবং পঙ্গু ভাই-বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্ত, জীবন, ইজ্জত, আবেগ এবং ত্যাগকে অবমাননা করবেন না।
জামাতের আমির বলেন, বিনয়ের সাথে অনুরোধ করছি, এ কাজ বন্ধ করুন। জাতিকে শান্তি এবং স্বস্তির সঙ্গে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। পুনরায় ফ্যাসিবাদের নতুন অধ্যায় তৈরি না হোক, সেই পথে ফিরুন। যদি তা না করেন, আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এ লড়াই ছাড়ব না। আমরা অবিরাম চলা সৈনিক। আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু আমাদের কাফেলা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
এমএ//