খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি

আফগানদের বিপক্ষে এক উইকেট হারিয়ে ছুটছে দক্ষিণ আফ্রিকা

ছবি: আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। করাচিতে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা বেশ ভালোই করেছিল দলটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সপ্তম ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩১ রানে অবস্থান করছে প্রোটিয়ারা।

আফগানিস্তান তাদের প্রথম সাফল্য পায় পঞ্চম ওভারের প্রথম বলে। মোহাম্মদ নবীর বলে ১১ বলে ১১ রান করে ফিরেছেন টনি ডি জর্জি।

ক্রিজে এখন অপরাজিত আছেন রায়ান রিকেলটন ২৫ বলে ১৯ রানে, টেম্বা বাভুমা ৬ বলে ১ রানে।

দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ব্যাটার হেনরিখ ক্লাসেন আজকের ম্যাচ খেলতে পারছেন না। তিনি বাঁ কনুইয়ে চোট পেয়েছেন। 

দক্ষিণ আফ্রিকা একাদশ

রায়ান রিকেলটন, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইন মালডার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নুর আহমেদ, ফজল হক ফারুকি।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন