আবহাওয়া

সারাদেশে বজ্র বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি

ছবি: সংগৃহীত

সারা দেশে বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা। সাথে বৃষ্টি হচ্ছে কিছু জায়গায়। গতকাল শনিবারেও (২২ ফেব্রুয়ারি) বৃষ্টি পড়েছে ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়।

আজ (২৩ ফেব্রুয়ারি) দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সহকারি আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিনি ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এছাড়া, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত হয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন