আন্তর্জাতিক

ফিলিস্তিন বন্দিদের মুক্তি স্থগিতের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সমর্থন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত করার ইসরাইলি সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলি বন্দিদের প্রতি হামাসের ‘বর্বর আচরণের’ প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ইসরাইল জানিয়েছে, হামাসের হাতে গাজায় আটক ৬ জন ইসরাইলি জিম্মির বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) হামাস ৬ জন জিম্মিকে মুক্তি দিলেও ফিলিস্তিনি বন্দিদের এখনও মুক্তি দেয়নি ইসরাইল।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস এক বিবৃতিতে বলেছেন, ‘হামাসের বর্বর আচরণ এবং ইসরাইলি বন্দিদের অপমানের প্রতিক্রিয়ায় বন্দি মুক্তি স্থগিত সিদ্ধান্ত একটি উপযুক্ত পদক্ষেপ’। 

তিনি আরও বলেন, ‘হামাস সম্পর্কে ইসরায়েল যে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতেই সমর্থন দিতে প্রস্তুত আছেন।’

বন্দিদের মুক্তি স্থগিত করার জন্য ইসরাইলের পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে হামাস শক্তভাবে এই পদক্ষেপের নিন্দা করেছে। ইসরাইলকে অস্ত্রবিরতি শর্ত লঙ্ঘন এবং বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করার অভিযোগ তুলে হামাসের কর্মকর্তারা সতর্ক করেছেন, এই পদক্ষেপ ভবিষ্যৎ আলোচনা এবং অস্ত্রবিরতি চুক্তির জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, গত মাসে ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল। ফলে ইসরাইল গাজায় সামরিক অভিযান বন্ধ করে। ১৫ মাস যাবত চলা এই যুদ্ধে ৪৮,৩০০ এরও বেশি প্রাণহানি ঘটেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু, এবং গাজা অঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন