বিনোদন

বিধিনিষেধ দিয়েও হলো না রক্ষা, ফাঁস হলো মেহজাবীনের গায়েহলুদের ছবি

ছবি: সংগৃহীত

অনেকদি্ন ধরে গুঞ্জন চললেও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবের সাথে বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন চৌধুরী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন সম্পন্ন করবেন তারা।

গেলো রোববার (২৩ ফেব্রুয়ারি) আয়োজন হয়েছিলো তাদের গায়েহলুদের অনুষ্ঠান। অমন্ত্রিত অতিথিদের জন্য নির্দেশনা ছিলো ছবি তোলা যাবে না।  তাই আমন্ত্রিত অতিথিদের কেউই কোনো স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেননি। তবে এত কড়াকড়িতেও রক্ষা হয়নি। ফাঁস হয়েছে কিছু ছবি। আর এতেই  তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যম গুলোতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া  সেই ছবিতে মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তাদের পিছে ব্যান্ড দলের সদস্যদেরও দেখা যায়। ফলে বোঝা যায় নাচ গানে বেশ মেতে উঠেছিলেন তারা।

জানা গেছে ঢাকার বাইরের এক রিসোর্টে বেশ কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। সেখানেই পরিবারের লোকজনের উপস্থিতিতে এ তারকা জুটির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও সেখানে উপস্থিত ছিলেন।

 

সেখানে অংশ নেওয়া একটি সূত্র গণমাধ্যমে জানান, আগে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করবেন। এরপর অন্যরা ছবি-ভিডিওতে শেয়ার করতে পারবেন। এ জন্যই ছিলো আমন্ত্রিত অতিথিদের জন্য এতো বিধিনিষেধ। গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা।

এ সম্পর্কিত আরও পড়ুন