জাতীয়

ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি  এ কথা বলেন।

সিইসি বলেন, চলতি বছরের জুনের আগে কোনো নির্বাচন সম্ভব নয়। কারণ নতুন ভোটার তালিকা চূড়ান্ত না হলে ভোটগ্রহণ বাস্তবায়ন করা যাবে না। বর্তমানে ১৬ লাখ মৃত ভোটার এবং ৩৬ লাখ বাদ পড়া ভোটার রয়েছে, যা সংশোধন করা জরুরি।

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এজন্য নির্বাচন কমিশন প্রস্তুতি জোরদার করেছে।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ন্যূনতম সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, কমিশন প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব সরকারকে পাঠাবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং জাতীয় ঐক্যমত্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন