টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচামরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশ দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ। পেসার তানজিম হাসানের বদলে নাহিদ রানা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুরু হওয়া ম্যাচটিতে তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১৪ রান।
বাংলাদেশ দল
তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড দল
উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।