প্রায় সব কর্মীকে ছুটিতে পাঠাচ্ছে ইউএসএআইডি, বাতিল ২ হাজার পদ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- ইউএসএআইডি’র প্রায় সব কর্মীকে বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গেলো ২৩ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সংস্থাটির প্রায় দুই হাজার পদ বাতিল করা হচ্ছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইউএসএআইডিতে সরাসরি নিয়োগ পাওয়া প্রায় সব কর্মীর ছুটি দেশটির পূর্বাঞ্চলীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতের আগমুহূর্ত থেকে কার্যকর হয়েছে। তবে সংস্থাটিতে গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য হিসেবে বিবেচিত কর্মীদের ছুটিতে পাঠানো হয়নি।
একই সঙ্গে ইউএসএআইডি একটি ‘রিডাকশন–ইন–ফোর্স’ প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করছে। নোটিশে বলা হয়েছে, এর আওতায় যুক্তরাষ্ট্রে সংস্থাটির প্রায় দুই হাজার কর্মী চাকরীচ্যুত হবেন।
ইউএসএআইডিতে কর্মী কাটছাঁট পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও তাঁর নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই)।
এমএ//