রয়টার্সের প্রতিবেদন
আন্তর্জাতিক গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্রদের দল গঠনের খবর
বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
গেলো বছর বৈষম্যবিরোধী ছাত্ররা সরকারী চাকরীতে কোটাবিরোধী আন্দোলন শুরু করেন। পরবর্তীতে সেই আন্দোলন গণ আন্দোলনে রুপ নেয়, যা বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করে।
আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে উৎখাতে যেসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছিলো, তারা চলতি সপ্তাহে একটি দল গঠন করতে যাচ্ছে। নতুন এই দল গঠনের বিষয়টি নিয়ে জানা এমন দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন দল গঠনের সবকিছু চূড়ান্ত করতে গেলো বুধবার বৈষম্যবিরোধী ছাত্রনেতারা একটি বৈঠক করেছেন। নতুন এই দলের আহ্বায়ক পদে আসতে পারেন বর্তমান সরকারের উপদেষ্টা ও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে তৈরি হওয়া আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম।
অন্তর্বর্তী সরকারে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করার অন্যতম ব্যক্তি বলা হচ্ছে নাহিদ ইসলামকে। নতুন দলকে নেতৃত্ব দিতে তিনি খুব শ্রীঘ্রই বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে নাহিদ ইসলামের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বিশ্বাস করেন, তরুণদের নেতৃত্বে গঠিত হওয়া নতুন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক কাঠামো পুর্ণগঠন করতে পারবেন।
সংবাদসংস্থা রয়টার্স ছাত্রদের নতুন দল গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পায়নি।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে কয়েক সপ্তাহের শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনে অন্তত ১ হাজার মানুষ নিহত হয়েছেন। আর ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার দেশটি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।
চলতি সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কর্মকর্তারা ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাংঘাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন।
এনএস/