নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলো বাংলাদেশ। তবে সেই ম্যাচে বড় পরাজয় হয়েছে টাইগারদের। কিউইদের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্টটি থেকে বিদায় নিশ্চিত হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৫ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। রানের খাতা খোলার আগেই উইল ইয়াং ও ৫ রান করে আউট হন কেইন উইলিয়ামসন। দলীয় ৭২ রানে ৩০ রান করে ডেভন কনওয়ে আউট হলে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।
তবে সেখান থেকে ১২৯ রানের জুটি বাঁধেন রাচিন রবীন্দ্র ও টম ল্যাথাম। রাচিন আউট হন ১০৫ বলে ১১২ রান করে। আর ল্যাথাম ফেরেন ৭৬ বলে ৫৫ রান করে।
নিউজিল্যান্ডকে বাকি পথটা পৌঁছে দেন গ্লেন ফিলিপস (২১), মাইকেল ব্রেসওয়েল (১১)।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিলো বাংলাদেশ। তবে দলীয় ৪৫ রানে ২৪ বলে ২৪ রান করে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ১৪ বলে ১৩ রান করে আউট হন তিনি।
দলীয় ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ২৪ বল খেলে মাত্র ৭ রান করে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। শান্তকে সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিমও। ৫ বল খেলে মাত্র ২ রান করেন তিনি। চার উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ৭১ বলে অর্ধশতক তুলে নেন শান্ত।
ক্রিজে থিতু হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। ৪ বলে ১৪ রান করে ফিরে যান এই অভিজ্ঞ ক্রিকেটার। রিয়াদের বিদায়ের পর ফিরে যান এক প্রান্ত আগলে ব্যাটিং চালিয়ে যাওয়া শান্ত। ফেরার আগে টাইগার অধিনায়কের ১১০ বলে ৭৭ রানের ইনিংসে চার ছিল ৯টি। স্ট্রাইক রেট ৭০। দলীয় ১৯৬ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ২৫ বলে ২৬ রান করে ফিরে যান রিশাদ হোসেন।
শেষদিকে জাকের আলী অনিক রান তোলার চেষ্টা করলেও ৫৫ বলে ৪৫ রান করে রান আউট হন তিনি। এরপর তাসকিন ১০ রান করে আউট হলে ২৩৬ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।