খেলাধুলা

ইংলিশদের বিপক্ষে ভাঙল ইব্রাহিম-শহিদীর প্রতিরোধ জুটি

ছবি: আইসিসি

পাকিস্তানের লাহোরে চলছে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান দল। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও, ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শহিদী মিলে প্রতিরোধ গড়ে তোলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে আফগানরা। 

আফগানদের পক্ষে ওপেন করতে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। চতুর্থ ওভারে গিয়ে জফরা আর্চারের শিকার হয়ে পরপর ২ উইকেট হারায়া আফগানরা। গুরবাজ সরাসরি বোল্ড হয়ে ফেরেন ৬ (১৫) রানে। নতুন ব্যাটার সেদিকুল্লাহ আতাল লেগ বিফোরের শিকার হয়ে ফেরেন ৪ রান করে।

এতে দলীয় ১৫ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। দলের যখন ৩৭, তখন ব্যক্তিগত ৪ রানে ফেরেন রহমত শাহ।

এরপরই মূলত প্রতিরোধ গড়ে তোলেন ইব্রাহিম ও হাশমতউল্লাহ। দুজনে মিলে শতরানের জুটি গড়ে তোলেন। হাশমতউল্লাহ ৪০ (৬৭) রানে ফিরলে ভেঙে যায় ১০৩ রানের জুটি। তবে এখনো একপ্রান্ত আগলে খেলে যাচ্ছে ইব্রাহিম। তিনি অপরাজিত আছেন ৮৬ বলে ৮৪ রান করে। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন আজমতউল্লাহ ওমরজাই।

এমএইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন