ক্যাম্পাস

কমিটি ঘোষণার আগেই পদবঞ্চিতদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলন থেকে বেরিয়ে  'গণতান্ত্রিক ছাত্র সংসদ' নামে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন। সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে সংগঠনটির আহ্বায়ক ঘোষণা করা হয়। তবে পদবঞ্চিত হওয়ার অভিযোগ জানিয়ে ঢাবির মধুর ক্যানটিনে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তাদের ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা থাকলেও এখনও আসেনি। দল ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীরা সেখানে ঝড়ো হয়েছেন। মধুর একপাশে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আরেকপাশে অবস্থান নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে।

এসময় তাদের মধ্যে উত্তেজনা দেখা যায় এবং এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিক্ষোভরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম বলেন, 'নতুন ছাত্র সংগঠনে আমাদের বাদ রেখে কমিটি যেন না দেওয়া হয়, সেজন্য আমরা বিক্ষোভ করছি। জুলাই আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। '   

সংবাদ সম্মেলন আয়োজকদের একজন বলেন, 'সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন হবে, হয়ত একটু দেরি হতে পারে।'

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন