খেলাধুলা

ভারত ম্যাচের ক্যাম্পে ৩০ ফুটবলার, হামজা আসবেন ১৮ মার্চ

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এই ক্যাম্পের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে প্রকাশিত ৩৮ জনের তালিকা থেকে ৮ জন ফুটবলার বাদ পড়েছেন। এখন আছেন ৩০ জন ফুটবলার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। 

শুক্রবার থেকে শুরু হওয়া ক্যাম্পে থাকছেন না শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী ও সেরি’আ ডি-তে খেলা ফাহামেদুল ইসলাম। হামজা ১৮ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে। ফাহমেদুলের দলের সঙ্গে যোগ দেয়ার সৌদি আরবে। 

আগামী ৫ মার্চ সৌদি আরবে নিবিড় অনুশীলন করতে যাবে বাংলাদেশ দল। সেখান থেকে আবার দল বাংলাদেশে ফিরবে ১৭ মার্চ। তখন হামজা ও ফাহামেদুল লাল-সবুজের স্কোয়াডে যোগ দেবেন।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমে জানান, ‘আমরা যতদূর জানি, ১৮ মার্চ তিনি (হামজা) আসবেন এবং সে অনুযায়ী আমাদের অনুশীলনে যোগ দিবেন। ফাহামেদুল ওখানে (সৌদি আরবে) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ১০ তারিখে। ১ মার্চ অনুশীলন শুরু হবে ঢাকায়, আপাতত ভাবনায় রয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করার। ৫ ফেব্রুয়ারি সৌদি আরবে যাব। সেখান থেকে ফিরে ২০ তারিখে ভারতে যাব।

এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে সৌদি আরবে ক্যাম্প করে বাংলাদেশ। তখন সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে তারা। এবারও সৌদি আরবে গিয়ে তেমন প্রস্তুতি ম্যাচ খেলার চিন্তাভাবনা আছে বাংলাদেশের।

ম্যানেজার আমের খান বলেন, অবশ্যই প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা চলছে। ওখানে যে ক্লাবগুলো আছে, তাদের সাথেও আমরা যোগাযোগ করছি। গতবার যেমন ওখানে গিয়ে আমরা সুদানকে পেয়েছিলাম, তাদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম। এবারও শুনেছি, ওখানে আফ্রিকার একটি দল আছে, যারা অনুশীলন করছে। যদি তাদের পাই, তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলব।

৩০ জনের প্রাথমিক স্কোয়াড-

মিতুল মারমা, সুজন হোসেনমেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন