খেলাধুলা

বিপিএল ১৫ দিন আগে শেষ হলে ভালো হতো : সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের যাত্রা শেষ বলা চলে। একটিমাত্র ম্যাচ বাকি আছে পাকিস্তানের বিপক্ষে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সেই ম্যাচ দিয়ে শেষ হবে লাল-সবুজের দলের এবারের হিসাব-নিকাশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বাংলাদেশ তাদের প্রথম দুই ম্যাচে পরাজিত হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এতেই আর কোনো সম্ভাবনা বাকি নেই টাইগারদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচির কারণে টুর্নামেন্ট প্রস্তুতি ঘাটতি ছিল বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, আমাদের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড পাকিস্তানে এসে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। এগুলো তো হুট করে সিদ্ধান্ত নিয়ে হয়নি। এক বছর আগে থেকে পরিকল্পনা করতে হয়েছে। আমরা বিপিএলটা ১৫ দিন আগে শেষ করতে পারলে ভালো হতো। আমি মনে করি, চেষ্টা থাকলে সেটা সম্ভব ছিল।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার সময় বলেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে যাচ্ছে দল। সেই প্রসঙ্গ টেনে প্রশ্ন এলে সহকারী কোচ সালাউদ্দিন জবাব দেন, কী বলা উচিত হতো? আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি? দলের অধিনায়ক শান্ত। তার জন্য বড় স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট খেলতে আসাই স্বাভাবিক।‘

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে টুর্নামেন্টে কিছু পাওয়ার না থাকলেও, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন মনে করেন, এই ম্যাচ থেকেও দলের অনেক কিছু পাওয়ার আছে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন