জাতীয়

দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর ৪টি থানা (মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর) পরিদর্শনের পর তিনি এসব জানান।

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।"

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, "আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও সজাগ রয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্টগুলো চালু রয়েছে। যৌথবাহিনীর অপারেশনও যথাযথভাবে চলছে।"

উপদেষ্টা আরও বলেন, "ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখা দেয়, যা অপরাধীদের সুযোগ দেয়। আমি নির্দেশ দিয়েছি, আইনশৃঙ্খলা বাহিনী যেন সবসময় সজাগ ও সতর্ক থাকে।"

যৌথবাহিনীর অভিযানের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।" এছাড়া তিনি জানান, গতকাল(২৬ ফেব্রুয়ারি) গুলশান থানায় দায়িত্বে অবহেলার কারণে একজন এসআই এবং একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টা মিরপুর, দারুসসালাম, আদাবর এবং মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন