রাওয়ালপিন্ডির বৃষ্টিতে শেষ হলো বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি
'বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে'

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো। সেই বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। দুই দলের অধিনায়ক টস করতেও নামতে পারেননি।
বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের জন্যই এটি ছিল টুর্নামেন্টের শেষ ম্যাচ। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে বিদায় চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে।
এই ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়, বাংলাদেশ তিন ও পাকিস্তান চারে থেকে টুর্নামেন্ট শেষ করলো।
গতকাল থেকেই আবহাওয়াবার্তায় জানা যায় বৃষ্টির খবর। সেই সম্ভাবনা থেকেই আজ ম্যাচ শুরুর আগ থেকেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টি শুরু হয়। এর আগে এই মাঠে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়।
এমএইচ//