আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে ব্যর্থ বৈঠকের পর যুক্তরাজ্যে জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর শনিবার যুক্তরাজ্যে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

উদ্ভুত পরিস্তিতি নিয়ে আলোচনা করতে রোববার ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন জেলেনস্কি।

ট্রাম্প যখন জেলেনস্কির প্রতি অনেকটা আগ্রাসী নীতি নিয়েছেন, তখন ইউরোপের অন্যান্য দেশের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি অনেকটা নমনীয়। তবে এ বিষয়ে জেলেনস্কিকে খুব বেশি আশাবাদী হতে নিষেধ করেছেন ইউক্রেনের সংসদ সদস্য ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক।

যুক্তরাজ্যে জেলনস্কির সফর প্রসঙ্গে টেলিগ্রামে ইউক্রেনের এই সংসদ সদস্য বলেন, “আপনি যদি মনে করেন আজ অলৌকিকভাবে অবস্থার উন্নতি ঘটবে... এটার উপর নির্ভর করিয়েন না।“

ইউক্রেনকে নিরাপত্তার শর্তে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ের আগে শুক্রবার বৈঠকে বসেছিলো জেলেনস্কি ও ট্রাম্প। তবে বৈঠক শুরু হয় বাকবিতণ্ডা দিয়ে। কথার পিঠে কথা চলাকালীন জেলেনস্কির গায়েও কয়েকবার হাত দিয়েছে ট্রাম্প। শেষ পর্যন্ত খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ের কথা থাকলেও তা হয় নি।    

 

 এনএস/   

এ সম্পর্কিত আরও পড়ুন