খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা

ছবি: আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফির এখন বাকি কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলের ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্বের ভক্ত-সমর্থকরা অপেক্ষায় রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে ফাইনাল ম্যাচের জন্য অফিশিয়ালদের নাম ঘোষণা করা হয়েছে।

অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। ইলিংওর্থ টানা তৃতীয়বারের মতো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাঠের দায়িত্ব পালন করেছেন তিনি।

এই দুই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সেমিফাইনাল ম্যাচেও দায়িত্ব পালন করেছেন। ভারত ও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংওর্থ। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ম্যাচে মাঠের দায়িত্বে ছিলেন রাইফেল।

ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন শ্রীলঙ্কার রাঞ্জান মাদুগালে।

আগামী, রোববার (৯ মার্চ) ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন