আবারও সন্তানের নাম ঠিক করলেন আলিয়া ভাট
রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা যেন চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে। এবার কি তবে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তারা?
সম্প্রতি এক পডকাস্টে আলিয়া জানান, গর্ভাবস্থায় তারা ছেলে ও মেয়ের জন্য একাধিক নাম ভেবেছিলেন। রাহার পাশাপাশি একটি ছেলের নামও পছন্দ হয়েছিল, যা প্রকাশ করতে চান না তিনি।
আলিয়া জানান, শাশুড়ি নীতু কাপুরই ছেলের নামের পরামর্শ দিয়েছিলেন, যা রাহার সঙ্গে দারুণ মিল রাখে। তবে মেয়ের জন্য রাহা নামটিই তাদের সবচেয়ে পছন্দ হয়েছিল। রাহা নামের অর্থ ‘শান্তি’ ও ‘আনন্দ’, যা দম্পতির হৃদয় ছুঁয়েছিল বলেও জানান আলিয়া।
এসকে//