দেশজুড়ে

মা-বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা,ছেলে আটক

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের  মাদকাসক্ত মাদকাসক্ত ছেলে আবুল কালামকে (৩৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ২টার দিকে বেলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মাটিরাঙ্গা থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, নেশাগ্রস্ত আবুল কালাম বাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে মা-বাবাকে আঘাত করে। চিৎকারে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে

মাটিরাঙ্গা থানার ওসি জানান, আবুল কালাম থানায় পুলিশি হেফাজতে রয়েছে। নেশা করতে বাধা দেওয়ায় মা-বাবার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। আহতদের প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন