মাত্র আড়াই বছরেই ‘ফটোগ্রাফার’ আলিয়া কন্যা রাহা!

কে বলেছে ক্যামেরার ভালোবাসা শুধু তারকাদের জন্য? কাপুর পরিবারের নতুন প্রজন্ম একরত্তি রাহা নিজেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে আর কেউ নয় , রণবীর-আলিয়ার ছোট্ট রাজকন্যে রাহা কাপুর। বয়স মাত্র আড়াই বছর। কিন্তু ক্যামেরার প্রতি তার মুগ্ধতা আর সাবলীল ব্যবহার দেখে চোখ কপোলে উঠছে অনুরাগীদের।
সম্প্রতি আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ভাগ করে নিলেন এক মিষ্টি মুহূর্তের ছবি। যেখানে আলিয়া কোলে নিয়ে আছে আদরের পোষ্য বিড়াল এডওয়ার্ড , আর সেই দৃশ্য ফ্রেমবন্দি করেছে খোদ রাহা।
ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘ আমার রাজপুত্রের সঙ্গে ছবি তুলে দিল আমার রাজকন্যা ’। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। নেটিজেনদের চোখ আটকে যায় ছবির পিছনের ছোট্ট শিল্পীর দিকে। এত ছোট বয়সেই এমন নিখুঁত ক্যামেরা সেন্স কেউ কি তাই ভেবেছিল।
১১ মার্চ ছিল পোষ্য দিবস (Pet Day)। সেই উপলক্ষে আলিয়া চেয়েছিলেন তার আদরের বিড়াল এডওয়ার্ড এর সঙ্গে এই বিশেষ মুহূর্তকে বন্দি করতে। এডওয়ার্ড কিন্তু শুধুই পোষ্য নন, প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার দেয়া উপহার। যে স্মৃতিকে আজও আগলে রেখেছেন আলিয়া।
যতই মা-বাবা আলিয়া-রণবীর চেষ্টা করুন মেয়েকে ক্যামেরা থেকে দূরে রাখতে , রাহা যেন আপন খেয়ালে বারবার ফিরে আসে আলোয়। ক্যামেরা দেখে অন্য সেলেব্রিটি সন্তানদের মতো মুখ গোমড়া নয় , উলটে হেসে ফুঁ দিয়ে ভালোবাসা ছড়িয়ে দেয় সে।
একসময় আলিয়া ও রণবীর সিদ্ধান্ত নিয়েছিলেন , রাহার ছবি আর পোস্ট করবে না। এমনকি মেয়ের পুরনো ছবিও সরিয়ে ফেলা হয়েছিল।
তবু রাহা যেন সব নিয়মের ঊর্ধ্বে। তার হাসি , আচরণ , আর এখন এই ছবির পেছনের নিখুঁত শিল্পদৃষ্টি সব মিলিয়ে সে যেন এক খুদে সুপারস্টার।
দুই পিসি কারিনা ও করিশ্মার অন-স্ক্রিন ম্যাজিক , বাবা রণবীরের চার্ম আর মা আলিয়ার গ্লোবাল খ্যাতি সবকিছু যেন একত্রিত হয়ে ফুটে উঠছে ছোট্ট রাহার প্রতিভায়। বয়স যতই হোক না কেন , রাহা ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছে ওর নিজের আলো জ্বলছে ভিন্ন ধাঁচে।
এসকে//