কুষ্টিয়ায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল চার মাইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
নিহতরা হলেন, নয়ন ইসলাম ও রনি ইসলাম। আহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তারা সবাই কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানান, সকাল সাড়ে আটটার দিকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন তারা। এ সময় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল চার মাইল নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নয়ন ও রনি নিহত হন। গুরুতর আহত মিজানুর রহমানকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।
ওসি মোশাররফ হোসেন জানান, , নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মিজানুর রহমানকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমএ//