এই গরমে বৈশাখি রঙে নিজেকে সাজাবেন যেভাবে

পহেলা বৈশাখ তো আসছে , তবে তার আগে সাজিয়ে নিন নিজেকে। আরামদায়ক সাজ, সঠিক মেকআপ এবং একটি আনন্দময় দিন। এভাবে বৈশাখের সেরা মুহূর্তগুলো উপভোগ করুন এবং নতুন বছরকে বরণ করুন পূর্ণ সুখ-সমৃদ্ধিতে।
পহেলা বৈশাখ বাঙালির সেরা উৎসব। নতুন বছরের প্রথম দিনটি যেখানে ভরপুর আনন্দের পাশাপাশি রয়েছে প্রচণ্ড গরম। তবে এই গরমে কিভাবে বৈশাখের রঙে নিজেকে সাজিয়ে তোলা যাবে আর কিভাবেই বা সারা দিনটি আরামদায়কভাবে উপভোগ করা যাবে , সেটা জানলে আপনিও এই দিনটি সুন্দরভাবে কাটাতে পারবেন। পার্টি , বাড়ির আঙিনা , বন্ধুদের সঙ্গে মেলা বা সারা শহরে কোথাও। যেখানেই থাকুন না কেন , আপনার বৈশাখের সাজ সবার দৃষ্টি আকর্ষণ করবে।
পোশাক:
গরমের দিনে সবচেয়ে আরামদায়ক এবং শোভন হবে সুতি শাড়ি। সাদা-লাল পাড়ের ঐতিহ্যবাহী শাড়ির পরিবর্তে এবার আপনি বেছে নিতে পারেন নানা রঙের সুতি শাড়ি , যা বৈশাখের আমেজে আপনাকে একেবারে ভিন্ন এক জগতের মানুষ করে তুলবে। তবে যদি শাড়ি পরতে না চান , সালোয়ার-কামিজ বা ফতুয়া একদম উপযুক্ত বিকল্প। এমনকি বাঙালি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঞ্জাবী পরলেই হবে।
মেকআপ:
বৈশাখের দিনে গরমে মেকআপ রাখতে হবে হালকা এবং স্বাভাবিক। ফাউন্ডেশন হিসেবে বেইজ শেড বেছে নিন এবং চোখের মেকআপে সোজা করে চোখকে আরও উজ্জ্বল করুন। হালকা বা dark লিপস্টিক দিয়ে দিন। গরমে দীর্ঘক্ষণ বাইরে থাকলে মেকআপের স্থায়িত্বও বাড়বে। হালকা মেকআপে আপনি থাকবেন আকর্ষণীয়, আর সারা দিন থাকবে আরামদায়ক।
গয়না:
শাড়ির সঙ্গে গয়না তো থাকা চাই। তবে এবারের বৈশাখে মাটির গয়না বা কাঠ , রূপা , মুক্তা বা তামার মালা পরুন। ভারী গয়না পরতে না চাইলে, ফুলের মালা বা রেশমি চুড়ি দিয়েই আপনি সুরুচিপূর্ণ হয়ে উঠবেন। হাত ভর্তি চুড়ি তো একেবারে বাঙালি নারীর সাজের অংশ!
চুলের সাজ:
গরমে চুল বাঁধার জন্য অনেকেই চিন্তায় পড়ে যান। তবে সহজ উপায়ে চুল বেণী বা খোঁপা করে নিতে পারেন। অতিরিক্ত বড় খোঁপা করলে মাথা ভারি হয়ে যায়। তাই চুলে একটি ফুল গুঁজে দিন বা ফুলের মুকুট পরুন। যাদের চুল ছোট , তারা চুল সোজা করে একটি ক্লিপ দিয়ে আটকাতে পারেন। চুল ছাড়তেই চাইলে একপাশে চুল নিয়ে অন্য পাশে একটি ফুল গুঁজে দিন । এটা দেখতে যেমন সুন্দর , তেমনি বৈশাখের আমেজ বজায় রাখবে।
টিপ:
বৈশাখের জন্য লাল টিপ একেবারে উপযুক্ত। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে টিপ পরুন এবং যেকোনো শাড়ির সঙ্গেই লাল টিপ দারুণ মানাবে।
ব্যাগ ও জুতা:
বৈশাখের সাজকে সম্পূর্ণ করার জন্য ব্যাগের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে গাঢ়ো কালো বা লাল ব্যাগ নিন। মাঝারি সাইজের ব্যাগ হতে হবে যাতে কিছু প্রয়োজনীয় জিনিস ছোট পানির বোতল, রুমাল এবং মেকআপ বইয়ে রাখা যায়। জুতা হিসেবে স্লিপার বা ফ্ল্যাট চপ্পল বেছে নিন , যাতে হাঁটার সময় আরামদায়ক হয়।
পহেলা বৈশাখ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির হৃদয়ে একটি জায়গা দখল করে রেখেছে। সুতরাং , নিজের সাজে সঠিক ব্যালান্স রাখতে হবে আরামদায়ক এবং একইসঙ্গে চমকপ্রদও হতে হবে।
বাঙালি নারী-পুরুষ সবার জন্যই বৈশাখের সাজ। তবে নারীরা এই দিনে আরও একটু বিশেষ মনোযোগ পান তাদের ঐতিহ্যবাহী সাজে। বৈশাখের এই দিনকে উপভোগ করতে হলে সাজের উপর বাড়তি চাপ দিয়ে নয় বরং , শান্ত মনোভাব এবং আরামদায়ক পোশাকে উপভোগ করতে হবে।
এসকে//