বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্য-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৬ মার্চ) ভারতের সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ডেভিড ল্যামি ও এস জয়শঙ্করের মধ্যে বৈঠকটি মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ইউক্রেন ইস্যু, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথসহ নানা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি। অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত-যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে।” তবে বাংলাদেশ নিয়ে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
গেলো বছরের ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানকালে হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলো, এমন গুঞ্জন উঠেছিলো। তবে বর্তমানে ভারতেই অবস্থান করছে বাংলাদেশের এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।
এনএস/