অবসর ভাঙলেন সুনীল ছেত্রী, ফিরবেন বাংলাদেশের বিপক্ষে

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অবসর ভেঙে ফিরছেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবল থেকে ৮ মাস আগে অবসর নিয়েছেন সুনীল। মার্চের ফিফা উইন্ডোতে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ।
ভারতীয় ফুটবল তাদের ‘এক্স’ হ্যান্ডেলে সুনীল ছেত্রীর ফিরে আসার খবর জানিয়েছে।
ছেত্রী অবসর নেওয়ার পর ভারতীয় দল অনেকটা খেই হারিয়ে ফেলে। প্রতিপক্ষকে গোল দিতে পারছিলেন না দলের আক্রমণভাগের খেলোয়াড়রা।
শেষবার গত বছর ৬ জুন কুয়েতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ছেত্রী। তিনি ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছিলেন। সেখানে বেঙ্গালুরু এফসির জার্সিতে দারুণ পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রেখেছেন।
অবসর নেওয়ার আগে আন্তর্জাতিক ফুটবলে ১৯ বছরে ১৫০ টি ম্যাচ খেলেছেন ছেত্রী। ভারতের জার্সিতে তিনি গোল করেছেন ৯৪ টি। যা তার দেশের হয়ে সর্বোচ্চ।
এমএইচ//