সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদপন্থিদের সংঘর্ষ, নিহত ৭০

সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদপন্থিদের সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে, সিরিয়ার উপকূলে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাদের সঙ্গে ক্ষমতাচ্যুত আসাদ অনুগত সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে ৭০ জন নিহত ও বেশ কয়েকজন মানুষ আহত ও জিম্মি হয়েছেন।'
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকার-সমর্থিত বাহিনী জাবলেহ ও এর আশপাশের এলাকায় আসাদের প্রায় ৭০ যোদ্ধাকে হত্যা করেছে। ২৫ জনেরও বেশি আসাদ সমর্থককে আটক করা হয়েছে।
হোমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিরিয়ায় বার্তা সংস্থা।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি আসাদ বাহিনী কে সতর্ক করে সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘হাজার হাজার বিদ্রোহী তাদের অস্ত্র সমর্পণ করে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার কেউ কেউ খুনি এবং অপরাধীদের রক্ষায় পালিয়ে যাওয়ার ও মৃত্যুর জন্য জোর দিচ্ছে। আপনার অস্ত্র জমা দিন অথবা অনিবার্য পরিণতির মুখোমুখি হোন।’
প্রসঙ্গত, সিরিয়ার হায়াত তাহরির আল-শাম নামের ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে। গেলো ৮ ডিসেম্বর ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান আসাদ। এরপর থেকেই দেশটির নতুন নিরাপত্তাবাহিনী সারা দেশে আসাদপন্থিদের খুঁজে বের করার অভিযান শুরু করে।
এমএ//