সিরিয়ায় আসাদপন্থিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ, নিহত বেড়ে শতাধিক

গেলো ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় সবচেয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট বাশার ও সরকার বাহিনীর মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে এই সংঘর্ষের সূত্রপাত।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর বিক্ষুব্ধ ও বিশৃঙ্খল জনতা উপকূলের দিকে অগ্রসর হয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদেল গানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘সন্ত্রাসীরা এখন পাহাড়ে ছড়িয়ে আছে। কিন্তু তাদের জন্য একমাত্র গন্তব্য আদালত, যেখানে তারা বিচারের মুখোমুখি হবে।’
সিরিয়ার হায়াত তাহরির আল-শাম নামের ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে। গেলো ৮ ডিসেম্বর ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান আসাদ।
দেশটির নতুন নিরাপত্তাবাহিনী সারা দেশে আসাদপন্থিদের খুঁজে বের করার অভিযান শুরু করে।
সরকারী বাহিনীর সঙ্গে সিরিয়ার সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। প্রায় অর্ধশতাব্দী ধরে সিরিয়া শাসন করেছে আসাদ পরিবারও আলাওয়ি সম্প্রদায়ের।
এমএ//