সংঘাতে তছনছ সিরিয়া, নিহত ৫ শতাধিক
গেলো বৃহস্পতিবার থেকে সিরিয়ায় দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থিত বাহিনীর সঙ্গে সরকারী বাহিনীর সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।
শনিবার (৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে সংবাদমাধ্যম আল আরিবিয়া নিউজ খবরটি নিশ্চিত করেছে।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতে সিরিয়ায় এখন পর্যন্ত ৫২৪ জন মানুষ নিহত হয়েছেন। নিহতের মধ্যে আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের আছেন ৩১১ জন। অন্যদিকে নিরাপত্তা বাহিনী ও জঙ্গি মিলিয়ে মারা গেছে ২১৩ জন।
এনএস/