পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নে এক কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোর (১৪) বাইসাইকেলে ঘোরানোর কথা বলে ওই শিশুকে বাগানে নিয়ে ধর্ষণ করে। গেলো শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত কিশোর সেখানকার এক হোটেলের কর্মচারী। আর সেখান থেকেই ওই মেয়ের বাড়িতে যাতায়াত ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার(৭ মার্চ) দিবাগত রাতে শিশুটিকে বাইসাইকেলে নিয়ে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ওই কিশোরকে হাতেনাতে ধরে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এবিষয়ে গণমা্ধ্যমকে বলেন, ঘটনাটি সত্য এবং শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে অভিযুক্ত কিশোর পুলিশি হেফাজতে রয়েছে।এই ঘটনার আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও তিনি জানান।
এসকে//