দেশজুড়ে

দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে টিসিবির কার্ড ও ভিজিএফর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক (৫০) নিহত হয়েছেন।

শনিবার ( ৮ মার্চ)  বেলা ১১টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদে সামনের বাজারে এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, টিসিবির কার্ড বিতরণ ও ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি ভিজিএফর চাল বিতরণের বিষয় নিয়ে তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের লোকজনের সঙ্গে রফিকুল ইসলাম রফিকের বাকবিতণ্ডা হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন রফিককে মারধর করতে থাকেন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরমধ্যেই সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন রফিককে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় রফিকের ভাই শফিকসহ দুইজন আহত হয়েছেন।

জেলা পুলিশ সুপার জানান,  পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন