ইউক্রেনে হামলা বাড়ানো সত্ত্বেও পুতিনের প্রশংসায় ডোনাল্ড ট্রম্প!

ইউক্রেনে সম্প্রতি রাশিয়ার বিমান ও মিসাইল হামলা জোরদার হলেও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চান বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৭ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি পুতিনকে বিশ্বাস করেন। পুতিন যখন বলেন শান্তি চান তখন তিনি তার (পুতিন) কথা বিশ্বাস করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মস্কো ও কিয়েভের মধ্যে লড়াই বন্ধ করাতে চুক্তিতে মধ্যস্থতা থেকে সরাতে পারবে না।
ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন ইউক্রেনের ওপর আরও বেশি আঘাত করলেও তার অবস্থানে থাকা যে কেউ এখন সেটাই করবে।’
এমআর//