ফুটবল

ভক্তকে কুৎসিত বললেন রোনালদো

পর্তুগালের ৭ নম্বর জার্সি পরে ক্রিশ্চিয়ানোর রোনালদোর মতো ছদ্মবেশ ধারণ করেছেন এক দর্শক। চুলের স্টাইল এবং অঙ্গভঙ্গিতে অনেকটা রোনালদোকে নকল করার চেষ্টা করছিলেন তিনি। 

মাঠে ওয়ার্ম-আপ করা অবস্থায় সেই দর্শককে দেখতে পান রোনালদো।  কাছে গিয়ে মজা করে পর্তুগিজ মহাতারকা বলেন, ভাই, তুমি আমার মতো দেখতে নও। তুমি খুব কুৎসিত।

ছদ্মবেশী ব্যক্তি রোনালদোর করা মজা হেসে উড়িয়ে দিয়ে বললেন, তুমিই সেরা।  রোনালদোকেও তখন হাসতে দেখা যায়। 

শুক্রবার সৌদি প্রো লিগে আল-শাবাবের বিপক্ষে আল নাসরের ম্যাচের আগে ঘটে এই ঘটনা। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

আল-শাবাবের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে আল নাসর। ম্যাচটিতে ৫২তম মিনিটে একটি গোলও করেন রোনালদো। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন