হাঙ্গেরির ভেটোতে আটকে গেলো ইউক্রেনের ৩০বিলিয়ন সহায়তা

ইউক্রেনকে দেওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৩০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার (৭ মার্চ) রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গেলো মঙ্গলবার (৪ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী অংশ ইউরোপিয়ান কাউন্সিলের বৈঠকে ইউক্রেনকে সহায়তা প্রদানের ব্যাপারটি প্রস্তাব আকারে তোলা হয়। সেসময় ভেটো বা আপত্তি জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান।
প্রতিবেদনে আরও বলা হয়, হাঙ্গেরির প্রধানমন্ত্রী জানিয়েছে ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য প্রদান করা হচ্ছে। কিন্তু হাঙ্গেরি কখনও যুদ্ধ-সংঘাতকে সমর্থন বা প্রশ্রয় দেয় না।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্টা সাংবাদিকদের জানান, ‘ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরির দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং এই ভিন্নতার কারণে হাঙ্গেরি বিচ্ছিন্ন হচ্ছে। এই ইস্যুতে বর্তমানে জোটের ২৭টি রাষ্ট্র একদিকে এবং হাঙ্গেরি আরেক দিকে।’
উল্লেখ্য, ইউরোপ মহাদেশের ২৮টি দেশ ইইউ’র সদস্য। ১৯৪৯ সালে গঠিত ইইউ’র সংবিধান অনুযায়ী, কোনও সদস্যরাষ্ট্র যদি জোটের কোনও সিদ্ধান্তে আপত্তি জানায়, তাহলে তা বাস্তবায়ন বা কার্যকর হয় না।
এমএ//