ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালত চত্বরে মারধর

ঠাকুরগাঁও সদর উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষকের নাম মোজাম্মেল হক ওরফে মানিক (৫০)।এদিকে গ্রেপ্তারের পর ওই শিক্ষককে আদালতে তোলার সময় তাকে আদালত চত্বরে মারধর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। ভূল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক রমজান মাসের ছুটিতে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১০ থেকে ১২ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। গতকাল ভুক্তভোগী শিক্ষার্থী সকালে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। বেলা সোয়া ১১টার দিকে মোজাম্মেল তাদের ছুটি দেন। কিন্তু বাড়িতে আসার সময় মোজাম্মেল ভুক্তভোগী ওই শিশু শিক্ষার্থীকে আবার বিদ্যালয়ে ডেকে নেন। পরে বিদ্যালয়ের কক্ষে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। কিন্তু বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী তার মাকে সব বলে দেয়।
ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত মোজাম্মেল হককে আটক করে পুলিশ। পরে রাতে শিশুটির বাবা বাদী হয়ে ভূল্লি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে মোজাম্মেলকে আদালতে নেয়া হয়। আদালতে তোলার সময় মোজাম্মেলকে দেখেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁর ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বেলা ১১টায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ ও মানববন্ধন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে তারা জেলা জজ ও দায়রা জজ আদালতের সামনে অবস্থান নিয়ে ধর্ষকের বিচারের দাবিতে নানা ধরণের শ্লোগান দিতে থাকে।
আই/এ