ধর্ষণের অভিযোগে সিলেটে আটক ২

সিলেটের বিমানবন্দর থানার ছড়াগাঙ এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।
ভুক্তভোগী নারী এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত দুই আসামীকে আটক করেছে পুলিশ।
বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একক নাকি দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাও পুলিশ জানার চেষ্টা করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে।
এমএ//