দেশজুড়ে

মাগুরায় অভিযুক্ত সেই ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিলো জনতা

মাগুরায় ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে গতকাল, বৃহস্পতিবার। এরপর থেকেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভ আরও বেশি পুঞ্জিভূত হয় অভিযুক্ত ধর্ষকদের ওপর।

অভিযুক্ত ধর্ষক হিটু শেখের বাড়ি স্থানীয় ও আশপাশের জেলা থেকে আসা মানুষেরা ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়। এর আগে বাড়িটি পুড়িয়ে দেয় সংক্ষুব্ধ মানুষের দল।

শুক্রবার (১৪ মার্চ) সবশেষ গুঁড়িয়ে দেওয়া ও পোড়া অবস্থায় ছিল হিটু শেখের বাড়িটি।

এর আগে বৃহস্পতিবার রাতে মাগুরায় শিশুটির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই হিটু শেখের বাড়ির সামনে অবস্থান করে জনতা। তারা সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিসের সদস্যদেরও আটকে দেওয়া হয়, যাতে তারা আগুন না নেভাতে পারেন।

গতকাল দুপুরের দিকে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করেন।

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন