খেলাধুলা

পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে কামরান আকমল

'কেনো বাংলাদেশের মতো দল আমাদের হোয়াইটওয়াশ করলো'

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের আয়োজক হিসেবে তাদের জন্য যা ছিল অনেক বেশি হতাশাজনক। দলটির বিদায়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা কড়া সব সমালোচনা করতে থাকেন। সেই তালিকায় এবার সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল যোগ দিয়েছেন। কামরান আবার উদাহরণ হিসেবে এখানে বাংলাদেশের উদাহরণ এনেছেন।

কামরান তার নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমাদের মর্যাদা আবার ফিরে আসবে, যখন আমরা জিততে শুরু করবো এবং ভালো ক্রিকেট খেলব। যদি আপনারা নিজেদের জন্য ক্রিকেট খেলেন, কেউ সম্মান করবে না। খেলোয়াড়রা না, পাকিস্তান না, পিসিবিও না। এখানে কাউকে কি জিজ্ঞেস করার আছে, কেনো বাংলাদেশের মতো দল আমাদের হোয়াইটওয়াশ করলো? চেয়ারম্যানকে এটা জিজ্ঞেস করা উচিত। অন্তত আইসিসি ইভেন্টের সেমিফাইনালে পৌঁছাও।‘

বাংলাদেশ দল গত বছর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২ টেস্টে জয় লাভ করে। যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সিরিজ জয় হিসেবে বিবেচনা করা হয়। 

তিনি আরও যোগ করেন, ‘সবাই বলছে ভারত দুবাইয়ে খেলেছে। সেটা যাইহোক, আমরা আমাদের দেশে খেলেছি, কোনো ইস্যু ছিল। একমাত্র ইস্যু হচ্ছে, আমরা ওই ধরনের ক্রিকেট খেলিনি যা পুরো বিশ্ব  খেলেছে।‘

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন