ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবা-চাচাকে পিটিয়ে জখম

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও তার চাচাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।
শুক্রবার (১৪ মার্চ) কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার বেলা সোয়া ১২টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন। আমুয়া ঝোড়খালী সড়কের নুতন বাজার জামে মসজিদের সামনের রাস্তায় আসামিরা তার মেয়ের পথ রোধ করেন। এ সময় শ্লীলতাহানির একপর্যায়ে মেয়েটির গায়ের ওড়না ছিড়ে ফেলে। সেখান থেকে মেয়েটি দৌড়ে বাড়ি এসে ঘটনা তাকে (বাদী) জানালে তিনি ঘটনাস্থলে এসে আসামিদের শাসান। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠি ও লোহার রড দিয়ে বাদীকে বেধড়ক মারধর করে। এ সময় ওই ছাত্রী বাবাকে রক্ষায় এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
এদিকে মামলার পর অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন হুমকি-ধমকি দেওয়ায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামিরা হলেন- উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নের ঝোড়খালী এলাকার মাহাবুব মল্লিকের ছেলে রাজ মল্লিক (১৯), সালাম মল্লিকের ছেলে সিফাত মল্লিক (২২) এবং মোস্তফা মল্লিকের ছেলে আরিফ মল্লিক (২১)।
আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আই/এ