দেশজুড়ে

২য় শ্রেণির ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ইয়াসিন মিয়া আটক হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করেন বলে জানিয়েছে দক্ষিণখান থানা পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, শিক্ষক ইয়াসিন মিয়া তাকে মাথা ও শরীর টেপানোর জন্য রুমে ডেকে নিয়ে যায়। এর কিছু সময় পর তাকে বলাৎকার করেন।

ঘটনার পর, শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা মাদ্রাসায় গিয়ে এ ব্যাপারে কথা বলেন। এরপর মাদ্রাসার প্রধান শিক্ষক অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ৩০০০০ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চান।

এ ঘটনায় স্থানীয়রা শিক্ষককে আটক করে গণধোলাই দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

দক্ষিণখান থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক ইয়াসিন মিয়া বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানিয়েছেন,  ইয়াসিন মিয়ার বিরুদ্ধে  তিনমাস আগে বলাৎকারের অভিযোগ উঠেছিল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন