ফুটবল

গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আতলেতিকো ও বার্সেলোনা

লা লিগায় জমে উঠেছে ত্রিমুখী লড়াই। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ এই দলই টিকে আছে শিরোপার লড়াইয়ে। শীর্ষ তিন দলের মধ্যে আজ রোববার বাংলাদেশ সময় রাত ২ টায় মুখোমুখি হচ্ছে দুই দল আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা।

শিরোপার লড়াইয়ে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।  এই জয়ের পর ২৮ ম্যাচে রিয়ালের ৬০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে রিয়াল।

দুই ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৫৭।  আজ রাতে আতলেতিকোর বিপক্ষে জয় পেলে রিয়ালের সমান পয়েন্ট হবে বার্সার। এমনকি গোল ব্যবধানে বেশ এগিয়ে থেকে শীর্ষেও উঠে আসবে তারা। পাশাপাশি হাতে থাকে বাড়তি এক ম্যাচ।

অন্যদিকে আতলেতিকোর হেতাফের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-১ গোলের হেরে যাওয়ায় অনেকটাই পিছিয়ে আছে।  তবে বার্সার বিপক্ষে জয় পেলে বেশ ভালোভাবেই লড়াইয়ে ফিরবে তারা।

আতলেতিকোর বর্তমান পয়েন্ট ২৭ ম্যাচে ৫৬। আজ জিতলে ২৮ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৫৯।  যা রিয়ালের থেকে মাত্র ১ পয়েন্টে কম।  ফলে বার্সা নেমে যাবে তিনে আর আতলেতিকো উঠবে দুইয়ে।

চলতি মৌসুমে লা লিগায় প্রথম লেগে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেছিল বার্সা। আর কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ৪-৪ গোলে। ফলে সব মিলিয়ে লড়াইটা একেবারেই সহজ হবে না বার্সার জন্য।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন