ফুটবল

অবিশ্বাস্য কামব্যাকে শীর্ষে বার্সেলোনা

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৭২ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলো বার্সেলোনা।  অথচ সেই ম্যাচটি ৪-২ গোলে জিতেছে তারা। বার্সার জয়সূচক গোল দুটি এসেছে যোগ করা সময়ে।

রোববার রাতে মেত্রোপলিতানোতে প্রথমার্ধের শেষ দিকে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় আতলেতিকো।  বিরতির পর ৭০ মিনিটে সরলোথের গোলে ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা।

এরপরই বদলে যেতে থাকে ম্যাচের দৃশ্যপট।  ৭২ মিনিটে ফেরান তরেস আর ৭৮ মিনিটে রবার্ট লেভেডস্কির গোলে সমতায় ফেরে বার্সা।  যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে বার্সাকে লিড এনে দেন লামিনে ইয়ামাল।  রেফারি একদম শেষ বাঁশি বাজানোর আগে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তরেস।

এই জয়ে পয়েন্ট তালিকায় এক ম্যাচ হাতে রেখে এখন সবার ওপরে উঠে গেছে বার্সা। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৬০। ২৮ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৬০। কিন্তু গোল ব্যবধানে বার্সার (‍+৪৮) চেয়ে রিয়াল (‍+৩২) বেশ পিছিয়ে। আর তিনে থাকা আতলেতিকোর পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন