জাতীয়

‘ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া’

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার লন্ডনে ঈদ পালন করে দেশে ফিরবেন বলে জানিয়েছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালেক।

বুধবার (১৯ মার্চ) ‘নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’ কর্তৃক লন্ডনে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব জানান।

এম এ মালেক জানান, বেগম খালেদা জিয়াকে লন্ডনে ঈদ করে যাওয়ার অনুরোধ জানালে তিনি এতে সম্মতি জানান।

খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদের দুই সপ্তাহ পর, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি দেশে ফিরতে পারে।

প্রসঙ্গত, গেলো ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। ওইদিন হিথরো বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। যেখানে ১৭ দিন অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নেন তিনি। পরে তারেক রহমানের লন্ডনের বাসায় ওঠেন তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন বেগম খালেদা জিয়া।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন