আবহাওয়া

দিন-রাতের তাপমাত্রা কমতে পেতে পারে, বৃষ্টির আভাস

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ. খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো-বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ শুক্রবার সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল : পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি.। অস্থায়ীভাবে দমকায় ৫০-৬০ কি.মি.।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ২১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬ট ১ মিনিটে।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন