নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, এখনো ফাঁকা বাস টার্মিনাল

ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা দিকে শুরু হয়েছে দ্বিতীয় দিনের ঈদযাত্রা। প্লাটফর্মে নেই উপচেড়া ভিড়। ট্রেনও ছেড়েছে নির্ধারিত সময়ে। ফলে নির্বিঘ্নেই ঢাকা ছেড়েছে যাত্রীরা। এদিকে বাস টার্মিনালে নেই যাত্রী, বেশিরভাগ বাস কাউন্টার ফাঁকা।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকেই রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে এ দৃশ্য দেখা যায়।
ঢাকা রেলওয়ে স্টেশনে সকালে প্রায় প্রতিটি প্ল্যাটফর্মেই ছিলো যাত্রীদের চাপ। প্রতিটি ট্রেন ছেড়ে গেছে ঘড়ির কাটা মিলিয়ে যথা সময়ে। সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
টিকিটবিহীন যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে অযাচিত ভিড়ে পড়তে হচ্ছে টিকিটধারী যাত্রীদের।
অপরদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীদের ভিড়। বেশিরভাগ বাস কাউন্টার ফাঁকা। অল্প সংখ্যক যাত্রীদের নিয়েই দেখা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
তবে আগামীকাল ২৬ মার্চ ছুটির দিন হওয়ায় বিকেলে অফিস ছুটির পর বাড়তি যাত্রী চাপ হতে পারে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।
এমএ//