গেলো ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে আরও ২ কোটির টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু প্রান্তে স্বাভাবিকের চেয়ে অর্ধ শতাংশ বেশি গাড়ির চাপ। পথে-প্রান্তরে এখন ঘরে ফেরা মানুষ। গাড়ির আধিক্য থাকায় যমুনা সেতু প্রান্তে টোল আদায়ের হার বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৫২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ আরও জানায়, মঙ্গলবারের চেয়ে বুধবার যমুনা সেতু দিয়ে ৪ হাজার ৫৩৩টি যানবাহন বেশি পারাপার হয়েছে। গত ৩ দিনে সেতুর ওপর দিয়ে মোট ৮৭ হাজার ৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭ কোটি ৬২ লাখ ৯৮ হাজার টাকা।
জানা যায়, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট এখনো তেমন নেই। যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম উভয় পাশে ৯ টি করে ১৮ টি টোল বুথ স্থাপন করা হয়েছে।
এমএইচ//