মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত
কুষ্টিয়া মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী রাহাত ইসলাম পলাশ (৩০) ও মো. ফাহিম অনিক (২৩)। এ ঘটনায় তানভীর গণি (২৩) নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় ও দিবাগত রাত দেড়টার দিকে খোকসা এবং সদর উপজেলায় এসব ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেলে করে তিনজন মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথিমধ্যে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। এরপর রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. ফাহিমও মারা যান।
নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন ও অনিক শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
আই/এ